বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩৩ বারে ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৪৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫৭ বারে ১৬ লাখ ৩১ হাজার ৫১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইসলামী ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৩২ বারে ৫৮লাখ ৬৭ হাজার ৩৪৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য১১ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সাইফ পাওয়ারটেকের ১০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৯ দশমিক ৯৯ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৯ দশমিক ৯৭ শতাংশ, আইডিএলসির ৯ দশমিক ৯৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ ও লংকাবাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৮৭ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।