বগুড়ায় রুপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে দুই আনসার সদস্যকে অ্যাসিড নিক্ষেপ করেছে ডাকাতরা। ডাকাতরা এ সময় সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে নেয় বলেও জানা গেছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে জেলার গাবতলী উপজেলার রুপালী ব্যাংকের পীরগাছা শাখায় এ ঘটনা ঘটে।
গাবতলি সার্কেলের সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
সাবিনা ইয়াসমিন জানান, দুই জন লোক পিপিই পড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা করছিল। তবে ব্যাংকের কোনো কিছু তারা ডাকাতি করতে পারেনি।
তিনি আরও জানান, ওই দুজন তালা গলানোর জন্য অ্যাসিড এনেছিল। সেই অ্যাসিডিই দুই আনসার সদস্যের শরীরে নিক্ষেপ করে তারা। আনসারদের এক জন গাবতলী থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানায়।
এএসপি সাবিনা বলেন, হামাগুড়ি দিয়ে ব্যাংকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ওই দুজন। তারা আগে থেকেই জানতো ক্যামেরা কোনদিকে ছিল।
তদন্তে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান এএসপি সাবিনা।
বাণিজ্য প্রতিদিন/এম জি