Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন: সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

২৩ জানুয়ারি, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন: সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলন ও বালু পরিবহনের দায়ে ৬টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ বাল্কহেডের প্রত্যেক মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১ টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া সর্দারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: মেশকাতুল ইসলাম।

তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌপথে যাওয়ার সময় অবৈধ এসব বালুবোঝাই বাল্কহেড আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ মোতাবেক আটককৃত বাল্কহেড ৫ জনের প্রত্যেককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ১ টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: মেশকাতুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার