বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে টাঙ্গাইলে সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ ৭ জন সাংবাদিকদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, বর্তমান সরকার সব সময়ই সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে থাকেন। এমনকি বিভিন্ন সময়ে আর্থিক সহায়তাও করে যাচ্ছেন। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।