Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

টাঙ্গাইলে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ

২৫ মার্চ, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ
হাসান সিকদার, টাঙ্গাইল :

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে টাঙ্গাইলে সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ ৭ জন সাংবাদিকদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, বর্তমান সরকার সব সময়ই সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের যে কোন প্রয়োজনে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে থাকেন। এমনকি বিভিন্ন সময়ে আর্থিক সহায়তাও করে যাচ্ছেন। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার