Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ভোলায় মন্দিরে থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার,তিন যুবক আটক

২৭ মার্চ, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
ভোলায় মন্দিরে থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার,তিন যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলা পৌর ১ নং ওয়ার্ডে শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হওয়া ৬ টি পিতলের রাধা কৃষ্ণের জীব বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন (২৮), নয়ন (২১) ও নুর আলম (২৩) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা সদর মডেল থানায় এক প্রেস বিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)
মো. ফরহাদ সরদার।
তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোন এক সময় শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়। এ চুরির ঘটনায় মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ৫ দিন পর ২৬ মার্চ ভোলা ডোম পট্রি এলাকা থেকে চুরির ঘটনায় তিন যুবককে আটক করেনস তারা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে এবং ট্যাংকির ভেতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১২ টি পিতলের মুর্তি স্বার্ণালংকার, নগদ টাকা উদ্ধার করা হয়।

শেয়ার