ভোলা পৌর ১ নং ওয়ার্ডে শত বছরের পুরনো শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হওয়া ৬ টি পিতলের রাধা কৃষ্ণের জীব বিগ্রহ, ৬টি গোপাল বিগ্রহসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন (২৮), নয়ন (২১) ও নুর আলম (২৩) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ মার্চ) দুপুরে ভোলা সদর মডেল থানায় এক প্রেস বিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)
মো. ফরহাদ সরদার।
তিনি বলেন, গত ২১ মার্চ রাতের কোন এক সময় শ্রী শ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়। এ চুরির ঘটনায় মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ৫ দিন পর ২৬ মার্চ ভোলা ডোম পট্রি এলাকা থেকে চুরির ঘটনায় তিন যুবককে আটক করেনস তারা।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে এবং ট্যাংকির ভেতর থেকে ছোট বড় বিভিন্ন সাইজের ১২ টি পিতলের মুর্তি স্বার্ণালংকার, নগদ টাকা উদ্ধার করা হয়।