Top
সর্বশেষ

বাবার বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

০৬ জানুয়ারি, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
বাবার বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বাবার বাড়ি থেকে গলাকাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবার বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমড়ভোগ এলাকা থেকে বুধবার সকাল আটটার দিকে সাবিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

সাবিনার বাবা ফুল মিয়া জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সাবিনা ঘুমিয়ে পড়ে। তিনি ভোরে ফজর নামাজের জন্য বের হয়ে দেখেন মেয়ের ঘরের দরজা খোলা। সে উপুড় হয়ে পড়ে আছে। তাকে সোজা করতেই দেখেন গলায় রক্ত।

ফুল মিয়া আরও জানান, তার চিৎকারে প্রতিবেশীরা এসে জড়ো হয়। তারাই পুলিশকে খবর দেয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল  জানান, সাবিনার গলা কাটা ছাড়াও পেটে ও বুকে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবিনা চার বোনের মধ্যে সবার ছোট। তিন বছর আগে তার বিয়ে হয় চাচাতো ভাই দ্বীন ইসলামের সঙ্গে।

বিয়ের ছয় মাস পরই দ্বীন ইসলাম সৌদি চলে যান। পাশাপাশি হওয়ায় তিনি রাতে বাবার বাড়িতেই ঘুমাতেন।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার