Top
সর্বশেষ

যুবলীগ নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

০৬ জানুয়ারি, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
যুবলীগ নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

শীতবস্ত্র দেওয়ার কথা বলে এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম মিন্টু হোসেন ওরফে নক্কু (৩২)। তিনি সাতক্ষীরা বাঁকাল যুবলীগের আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি। তার বাড়ি সদর উপজেলার ইসলামপুর গ্রামে।

মেয়েটির মা গণমাধ্যমকে বলেন, ‘ আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়েন। মেয়েকে শীতবস্ত্র দেওয়ার কথা বলে মিন্টু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার মেয়ে চিৎকার করলে লোকজন ছুটে আসে। তার আগেই মিন্টু পালিয়ে যান।
এ ঘটনায় তিনি বাদী হয়ে মিন্টুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন।

সাতক্ষীরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মিন্টুকে গ্রেপ্তার করতে রাতেই তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার