সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম মুন্টুকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
দন্ডাদেশপ্রাপ্ত মুন্টু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের ২ মার্চ শফিকুল ইসলাম মুন্টুর বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক ও তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাবের এসআই দিপক চন্দ্র নাথ বাদি হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার স্বাক্ষ্যগ্রহন শেষে মঙ্গলবার দুপুরের দিকে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।