Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

২৯ মার্চ, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম মুন্টুকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দন্ডাদেশপ্রাপ্ত মুন্টু সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালের ২ মার্চ শফিকুল ইসলাম মুন্টুর বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক ও তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের এসআই দিপক চন্দ্র নাথ বাদি হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার স্বাক্ষ্যগ্রহন শেষে মঙ্গলবার দুপুরের দিকে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

শেয়ার