Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

চাঁদপুরে সমবায় সমিতির বিশেষ সভা ও নির্বাচন সম্পন্ন

৩০ মার্চ, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
চাঁদপুরে সমবায় সমিতির বিশেষ সভা ও নির্বাচন সম্পন্ন
চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১ টায় শহরের ওয়্যারলেস এলাকাস্থ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল্লাহ খান।

দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি (চেয়ারম্যান) হিসেবে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর নাম ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম খান।

ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মোঃ আলী আরশাদ বেপারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম আব্দুল জলিল, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, আমিনুর রহমান তপাদার, ছিদ্দিকুর রহমান বেপারী ও পূর্ণিমা সিংহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শব অমল চন্দ্র নন্দী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান লিলিসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সবমায় সমিতি মসজিদের ইমাম মাওলানা মো. আবুল কাশেম।

শেয়ার