চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বুধবার বেলা ১১ টায় শহরের ওয়্যারলেস এলাকাস্থ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল্লাহ খান।
দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি (চেয়ারম্যান) হিসেবে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর নাম ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম খান।
ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মোঃ আলী আরশাদ বেপারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম আব্দুল জলিল, মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, আমিনুর রহমান তপাদার, ছিদ্দিকুর রহমান বেপারী ও পূর্ণিমা সিংহ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসের পরিদর্শব অমল চন্দ্র নন্দী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান লিলিসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সবমায় সমিতি মসজিদের ইমাম মাওলানা মো. আবুল কাশেম।