টাঙ্গাইল পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আলতাব আলী (৬০, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসাইল কলাবাগান গ্রামের এখলাস উদ্দিন শেখের ছেলে কলিম উদ্দিন (৩৮)। এসময় ১৫০ লিটার চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, আটককৃতরা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়ছে।