Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

টাঙ্গাইলে দেশীয় মদসহ ২ মাদক কারবারিকে আটক

৩০ মার্চ, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে দেশীয় মদসহ ২ মাদক কারবারিকে আটক
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর শহরে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আলতাব আলী (৬০, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বাসাইল কলাবাগান গ্রামের এখলাস উদ্দিন শেখের ছেলে কলিম উদ্দিন (৩৮)। এসময় ১৫০ লিটার চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানান, আটককৃতরা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়ছে।

শেয়ার