টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধদের রোষানলে পড়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ লাঞ্চিত হয়েছেন। ওই ঘটনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে দলীয় নেতাকর্মীরা জানান।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে অতিথিরা মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি গ্রুপ বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক হওয়া ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে সানি, অভি, নিশাদ, বাহার, একাব্বর, সাদ্দামসহ ১৮-২০ জন জেলা ও উপজেলা নেতাদের শরীরে আঘাত করে। পরে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই হামলা ফেরাতে গিয়ে স্থানীয় এমপি খান আহমেদ শুভকে লাঞ্ছিত হন। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বেশকয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ জানান, আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। সম্মেলনের পর নেতাকর্মীদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে- এটা তেমন কিছু নয়। ওরা ক্ষুব্ধ হয়ে ভুল করেছে।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি করা হয়েছে মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।