Top
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে সম্মেলন শেষে আ’লীগের দুই গ্রুপের মারামারি

৩১ মার্চ, ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে সম্মেলন শেষে আ’লীগের দুই গ্রুপের মারামারি
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধদের রোষানলে পড়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ লাঞ্চিত হয়েছেন। ওই ঘটনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে দলীয় নেতাকর্মীরা জানান।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে অতিথিরা মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি গ্রুপ বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক হওয়া ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ছেলে যুবলীগ নেতা মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে সানি, অভি, নিশাদ, বাহার, একাব্বর, সাদ্দামসহ ১৮-২০ জন জেলা ও উপজেলা নেতাদের শরীরে আঘাত করে। পরে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই হামলা ফেরাতে গিয়ে স্থানীয় এমপি খান আহমেদ শুভকে লাঞ্ছিত হন। এ সময় বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বেশকয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ জানান, আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। সম্মেলনের পর নেতাকর্মীদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে- এটা তেমন কিছু নয়। ওরা ক্ষুব্ধ হয়ে ভুল করেছে।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি করা হয়েছে মীর শরীফ মাহমুদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত।

শেয়ার