Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা

১৬ মে, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত প্রস্তত, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ও বৈধ কাগজপত্র না থাকায় সান্তনা ঔষধালয় নামে একটি আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে রংপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আঁখি শেখ হারাগাছ থানাধীন বাহারকাছনা সান্তনা আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। তাকে সহযোগীতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর।

ম্যাজিস্ট্রেট আঁখি শেখ জানান, সান্তনা আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে নিয়ম বর্হিভুত ভাবে ঔষধ তেরী করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তুত প্রস্তত, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা ও বৈধ কাগজপত্র না থাকায় আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কওে প্রতিষ্ঠানের মালিক সদরুল আনামকে ২০ কুড়ি হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়া হয়।

শেয়ার