রংপুরের পীরগাছায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্য রাতে পীরগাছা সদর উপজেলার কুড়ারপার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ী পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।
পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র জানান, দেলোয়ারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়া নেন দুর্বৃত্তরা। বাড়ি থেকে রেল লাইনের কাছে আসলে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা ১০/১২ জন যুবক তাকে কোপাতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বর্তমানে তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।