Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

২৮ মে, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুরের পীরগাছায় দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্য রাতে পীরগাছা সদর উপজেলার কুড়ারপার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ী পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে।

পীরগাছা থানার ওসি সরেশ চন্দ্র জানান, দেলোয়ারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়া নেন দুর্বৃত্তরা। বাড়ি থেকে রেল লাইনের কাছে আসলে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা ১০/১২ জন যুবক তাকে কোপাতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বর্তমানে তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

 

শেয়ার