দেশ ব্যাপী বিএনপির কর্মসুচীর অংশ হিসাবে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ঝিলটুলি কাঠপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ , জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম নাসির, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন , সাবেক রাজেন্দ্র কলেজের ভিপি , জিএস আলী আশরাফ নান্নু , যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ , ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন , মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ।
বিএনপির ১০ দফা আদায়ের আন্দোলনে সকলকে একত্রে রাজপথে থাকার আহবান জানান বক্তারা। পরে কাঠপট্টিস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি পদযাত্রা বের করে। মিছিল সহকারে পদযাত্রাটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও পদযাত্রার কর্মসূচীতে জেলা বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিল।