বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মাদারীপুর জেলায় বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় পৌর সভার সামনে থেকে শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিন শেষে পুরান বাজার দলিয় কার্যালয় গিয়ে শেষ হয়।
মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম শাহজাদা মিয়া।
উক্ত পদযাত্রা অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, মামুনুর রশিদ বাবুল হাওলাদার, জেলা বিএনপির সদস্য ও কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওহাব মিয়া, সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দীন বেপারী ,সিনিয়র যুগ্ম-আহবায়ক চৌধুরী মামুন, যুগ্ম-আহবায়ক মোঃ শহিন মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ শিকদার মিজান, জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান জাকির, সদসস্য সচিব মোঃ কামরুল হাসান, যুগ্ম-আহবায়ক মোঃ ফয়সালসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সহ -সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা বক্তারা বলেন,অনতিবিলম্বে হাসিনা সরকারের পদত্যাগের দাবিসহ নির্দলীয় নিরপেক্ষ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। অন্য তাই দুর্বার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করাতে বাধ্য করা হবে।