Top

কেশবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
কেশবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
কেশবপুর প্রতিনিধিঃ :

যশোরের কেশবপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ২৫ ফেব্রুয়ারি)দিনব্যাপী কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এঁর সভাপতিত্বে ও খামারী শম্ভুনাথ বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের খুলনার উপ পরিচালক ডাক্তার লুৎফর রহমান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার অলকেশ কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খামারি আব্দুস সাত্তার মোল্লা, খামারি পূর্ণিমা রানী প্রমুখ।

অনুষ্ঠান শেষে সফল খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

শেয়ার