বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অন্তরা ।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিলকিস বানু, কাকলি ইসলাম, কামনা আক্তার , রুমা আক্তার, আঞ্জুমান আরা বেগম, ইসরাত জাহান, জেসমিন শিখা, নাসিমা পারভীন, আফরোজা আক্তার চায়না, মেহেরুন্নেসা, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, জয়গুন বেগম, হেলেনা আক্তার , নাহার জুবায়ের কণা, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম প্রমুখ।