Top

বরিশালে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

২৫ জানুয়ারি, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

বরিশালের গৌরনদী উপজেলা সিমান্তবর্তী বাকাই হাটে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বাকাই গ্রামের মো. শাওনের নেতৃত্বে ওই কিশোর গ্যাং এ মহড়া দেয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের অর্গ চন্দ্র  বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাকাই হাটে প্রতিপক্ষ বাকাই গ্রামের মো. শাওনকে একা পেয়ে মারধর করে। এর কিছুক্ষণ পর মো. শাওনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ জন সদস্য দেশীয় ধারাল অস্ত্র নিয়ে বাকাই হাটে মহড়া দেয়। এ সময় হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাকাইহাটে কিশোর গ্যাংয়ের অবৈধ তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ

শেয়ার