Top

কেশবপুর পৌর নির্বাচন: ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

০২ মার্চ, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
কেশবপুর পৌর নির্বাচন: ২৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
যশোর প্রতিনিধি :

কেশবপুর পৌরসভা নির্বাচনে ১ জন মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী প্রার্থী ৫ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৭ জনসহ মোট ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এ নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৪ জন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) কেশবপুর পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পঞ্চম ধাপের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ২০ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১৪ হাজার ৬৪৯ জন ভোটার তাদের ভোট দেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। কেশবপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ২২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মুফতি মাওলানা আব্দুল কাদের (হাতপাখা) ৪শ ৮৮ ভোট, সংরক্ষিত কাউন্সিলর ১,২ ও ৩ নং ওয়ার্ডের রাশিদা খাতুন (চশমা) ৬১৫ ভোট, মনজুয়ারা বেগম (অটোরিকশা) ৫৮১ ভোট, সংরক্ষিত কাউন্সির ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের শাহানা কবীর (চশমা) ৩২০ ভোট, সংরক্ষিত কাউন্সিলর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জাহানারা  খানম (টেলিফোন) ২৪৮ ভোট, রিক্তা খাতুন (আনারস) ৪৮২ ভোট, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল হাসান সাইদ (পানির বোতল) ৩৮ ভোট , ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী আজিবর মোড়ল(গাঁজর) ৫৫ ভোট, আব্দুর রাজ্জাক (টিউবলাইট) ৩৫ ভোট, প্রদীপ চক্রবর্তী (ডালিম) ৪৪ ভোট, জামাল উদ্দীন (ফাইল কেবিনেট) ১৯২ ভোট, মনিরুজ্জামান  (টেবিল ল্যাম্প) ৬০ ভোট, মোরশেদ আলী (ব্লাকবোর্ড) ৮৫ ভোট, শওকত হোসেন ১৮৮ ভোট, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কুতুব উদ্দীন বিশ্বাস (ডালিম) ১৩৪ ভোট, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী বিশ্বাস (ডালিম) ১৫ ভোট, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওয়াজেদ খান ডবলু (ডালিম) ৬০ ভোট, মানিক লাল সাহা (উটপাখি) ৪০ ভোট, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মফিদুল ইসলাম(ব্রিজ) ১৮৫ ভোট, আব্দুল গফুর মোড়ল (ব্লাকবোর্ড) ১৯ ভোট, সেলিম খান (টেবিল ল্যাম্প) ২৯ ভোট, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বারিক বিশ্বাস (ব্রিজ) ২৩ ভোট।

শেয়ার