Top

মিরু হত্যায় দুই আসামির জবানবন্দি, শাস্তির দাবিতে মানববন্ধন

০৪ মার্চ, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
মিরু হত্যায় দুই আসামির জবানবন্দি, শাস্তির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি :

সিংগাইর উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাসান মিরু হত্যায় ইমরান মোল্লা ও ঈমান আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ সময় মানিকগঞ্জ জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে মিরু হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে শতাধিক নেতাকর্মী নিয়ে মানববন্ধনটি করে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজসহ আরও অনেকে।

মানববন্ধনে মিরুর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, সন্ত্রাসী হামলায় নিহত ফারুক হাসান মিরু গত সোমবার দিবাগত রাত এক’টার দিকে স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাসায় অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সিংগাইর পুরান বাসস্ট্যান্ড এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

শেয়ার