Top

মাটি কাটার সময় ৪০০ বছরের পুরাতন মূর্তি উদ্ধার

০৭ মার্চ, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
মাটি কাটার সময় ৪০০ বছরের পুরাতন মূর্তি উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় একটি পুকুর থেকে ৪০০ বছরের পুরাতন পিতলের মূর্তি উদ্ধার হয়েছে।

শনিবার (৬ মার্চ) কুমিরা বাবুরপুকুর এলাকায় ইটভাটার মাটি কাটার সময় মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় মোল্লা ব্রিকসের লোকজন স্কেভেটর দিয়ে মাটি কাটছিলেন। মাটি কাটার সময় ওই মূর্তির উপর কোদালের কোপ লাগে। এসময় সোনার মূর্তি পাওয়া গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি তাদের হেফাজতে নেয়।

এদিকে, পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ইটভাটায় মাটি নেওয়ার সময় মূর্তিটি পাওয়া গেছে। সেটি এখন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, স্বর্ণকার দিয়ে পরীক্ষা করা হলে তারা জানিয়েছেন, এটি স্বর্ণ নয় পিতলের মূর্তি। মূর্তিটির ওজন এক কেজি ৪০০ গ্রাম। মূর্তিটি ৪০০ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার