Top

চাঁদপুরে সাড়ে ৫ লাখ মিটার জাল জব্দ, ৬৩ জেলে আটক

২১ অক্টোবর, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
চাঁদপুরে সাড়ে ৫ লাখ মিটার জাল জব্দ, ৬৩ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে ৬৩ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে সাড়ে ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার ৫টি নৌকা এবং ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার (২১ অক্টোবর) সকালে নৌ পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, আটক হওয়া জেলেদের মধ্যে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৩ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য জেলেরা কিশোর বয়সের হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এদিকে, জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

গত ১২ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়। তা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এসব চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় সংশ্লিষ্ট এলাকায় ইলিশ শিকার, ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ এবং বরফ কল নিষিদ্ধ থাকবে।

বিএইচ

শেয়ার