গাইবান্ধায় কামরুল হত্যা মামলার আসামিদেরকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জলাই) বিকালে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ার ছড়া গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় তিন গ্রামের শতশত জনতা। সময় বক্তব্য রাখেন, নিহত কামরুল ইসলামের শিশু পুত্র আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, রানা প্রামানিক, মো. সুজন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে সকল আসামীদেরকে গ্রেফতারসহ ফাঁসি কার্যকরের দাবি করেন। তারা আরোও বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গতঃ গত রবিবার সন্ধায় স্থানীয় লোকমান, আমিনুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে।
এসকে