গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের খাদ্য বিভাগের সাথে চুক্তিকৃত চাল নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করতে উপজেলার মহিমাগঞ্জে প্রধান গ্রুপসহ তিনটি স্বয়ংক্রিয় চালকলে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মো: আসাদুজ্জামানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওয়ারেন্ট অফিসার আব্দুল হালিমের নেতৃত্বে সেনাবাহিনীর এক দল সদস্য ও গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মো: আসাদ এর নেতৃত্বে এক দল পুলিশ অংশ নেন।উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের প্রধান গ্রুপ লিমিটেডের দুটি স্বয়ংক্রিয় চাল কারখানা ও আরআরএসআর অটো রাইচ মিল নামের দুটি কারখানা এবং তাদের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে ধানের দাম বেশি থাকায় ধান সংগ্রহে ঘাটতির কারণে সময় মতো চাল সরবরাহে বিলম্ব হচ্ছে বলে কারখানাগুলো থেকে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আভিযানিক দলের প্রধান গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।এ সময় তিনি বলেন, কারখানা তিনটিকে তাদের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে চুক্তিকৃত সমুদয় চাল সরবরাহ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
এনজে