Top

সহিংসতা ও নাশকতার মামলায় রাজধানীতে গ্রেপ্তার ২৫৩৬

২৭ জুলাই, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
সহিংসতা ও নাশকতার মামলায় রাজধানীতে গ্রেপ্তার ২৫৩৬

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রায় দুই শতাধিকের বেশি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ২৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার (২৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় এ তথ্য জানান।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঢাকাসহ সারা দেশে সরকারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে প্রায় দুই শতাধিকের বেশি। এসব মামলায় এ পর্যন্ত ২৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানা যায়, এদের বেশিরভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী ।

তিনি বলেন, এসব সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।

এম পি

শেয়ার