Top
সর্বশেষ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সেনাবাহিনীর ঢেউ টিন ও শুকনা খাবার বিতরণ

২৬ আগস্ট, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সেনাবাহিনীর ঢেউ টিন ও শুকনা খাবার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর উপজেলাসহ আট উপজেলায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজ সোমবার( ২৬ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকায় প্রধান অতিথি খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসানাত জুয়েল পিএসসি এ মানবিক সহায়তা হাতে তুলেদেন।বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ জনকে ঘর নির্মাণে ঢেউ টিন ও শুকনা খাবার প্রদান করেন তিনি।

এসময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম পিএসসি ও খাগড়াছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এজাজ আহমেদ সাজিন উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জোন জানায়, বন্যায় কবলিত মানুষের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান। বন্যার্তরা জানান, বন্যায় ঘর নিয়ে গেছে। সেবাবাহিনী আজ আমাদের ঘর নির্মাণ করতে ঢেউ টিন ও খাবার দিয়ে সহযোগিতা করায় আমরা খুশি।

সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের জিরোমাইল এলাকায় অতিথি খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসানাত জুয়েল পিএসসি এ মানবিক সহায়তা হাতে তুলে দেন।

এম পি

শেয়ার