Top
সর্বশেষ

আশুলিয়ায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

২২ অক্টোবর, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
আশুলিয়ায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
প্রতিনিধি :

তিন মাসের বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। দীর্ঘ ২৪ ঘন্টা পাড় হলেও মহাসড়ক ছাড়েনি তারা। ঘটনাস্থলে সেনাবাহিনী সহ শিল্প পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে গিয়ে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার ১০টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে।

বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, গত তিন মাস থেকে কোন বেতন বোনাস পায়নি তারা। বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। এই নিয়ে কয়েকবার মালিকপক্ষের সাথে কথা হয়েছে। বার বার আশ্বাস দিলেও তারা বেতন পরিশোধ করেনি। তিন মাস অতিবাহিত হলেও অধিকাংশ শ্রমিক বেতন বোনাস পায়নি। কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের। এরপর বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে এখন পর্যন্ত কারখানা খুলে দেয়নি ও বেতন- বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ। তারা আরো জানায়, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তারা। বাসা ভাড়া ও দোকান বাকী থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছেন। কোথাও চাকরি নিতে পারছেননা। এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই গত মাসে কারখানা বন্ধ ঘোষণা করে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় তাদের আশ্বাস দিয়েছে বেতন বোনাস পরিশোধ এবং কারখানা খুলে দেয়া হবে। কিন্ত তিন মাসের বেতন এখনও পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছেন। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে বলেও জানান শ্রমিকরা।

এদিকে, বাইপাইল ত্রিমোড়ে অবরোধ করে রাখায় ঢাকা মুখী ও উত্তরবঙ্গমুখী লেনে কোন যানবাহন চলাচল করতে পারছে না। তবে স্থানীয় রিকশা-অটোরিকশা বাইপাইল থেকে চন্দ্রাগামী লেনে চলাচল করতে পারছে। এতে রিকশা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে জনগণকে। এছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর সড়কও বাইপাইল মুখী লেন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই দুটি সড়ক-মহাসড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা। কেউ কেউ আবার আঞ্চলিক সড়ক ব্যবহার করে গন্তব্যস্থলে যাচ্ছেন।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: সারোয়ার আলম বলেন, কারখানার কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা হচ্ছে। আশা করছি আজকের মধ্যেই সমাধান হয়ে যাবে। এছাড়া শিল্পাঞ্চলের সকল কারখানা খোলা রয়েছে বলেও জানান তিনি।

বিএইচ

শেয়ার