গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী প্রেস রলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সাড়ে ১১ টায় যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বিজিবি কর্মকর্তা. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, শার্শা উপজেলার শিকারপুর সীমান্তে দায়িত্বে থাকা ব্যাটালিয়নের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যে জানতে পারে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়াার চেষ্টা করছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা রাতে শিকারপুরের সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এসময় আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটক আসাদুর রহমান কিরন জানান, তিনি স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তি বদ্ধ হয়েছিলেন। আটককৃত ব্যক্তিকে যশোরের শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এম জি