Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে

২৭ নভেম্বর, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে
খুলনা প্রতিনিধি :

সমাজে এখনো হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। বাসস্থান, কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে হিজড়া সম্প্রদায় পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসার জন্য সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে মহানগরীর সিএসএস আভা সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভূক্তিকরন বিষয়ক খুলনা বিভাগীয় পর্যায়ে এডভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।

এ সময় তারা আরও বলেন, আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্যানুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হলে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী এগিয়ে যাবে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (এল.এ) তাসলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন ও খুলনা সিভিল সার্জনের দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে প্রান্তজ ফাইন্ডেশনের সহযোগিতায় ইউএসএআই ডি র অর্থায়নে সমতা প্রকল্পের অধীনে সভাটি অনুষ্ঠিত হয়। সমতা প্রকল্পে টিম লিডার এ কে এম মাহবুবুল ইসলামের পরিচালনায় সভা সঞ্চালনা করেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জনসংযোগ কর্মকর্তা জান্নাতে নাঈম ও প্রান্তজ ফাউন্ডেশনের সিবিও কো-অর্ডিনেটর মোঃ জাহিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম বদিউজ্জামান, জেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা , এনজিও কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক সহ হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

সভায় অতিথিদের কাছে হিজড়াদের বঞ্চনার গল্পগুলো তুলে ধরেন বেশ কয়েকজন ভুক্তভোগী হিজরা।

 

এসকেএস

 

শেয়ার