Top
সর্বশেষ

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবীতে স্মারকলিপি

২০ নভেম্বর, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবীতে স্মারকলিপি
খুলনা প্রতিনিধি :

নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকরা মূলধন ফেরত পাওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার আইন উপদেষ্টা বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাগেরহাটের মিঠাপুকুর পাড় কে আলি রোডস্থ  প্রতারক আব্দুল মান্নান তালুকদার বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক থেকে একটি লাইসেন্স করে যার গভঃ রেজিঃ নং ৮৯১১৪/১০। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড নামে কোম্পানি খুলে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত মর্মে হাদিস কোরআনের কথা বলে ধর্মপ্রাণ মুসলমানদের অধিক মুনাফা লাভের প্রলোভন দেখিয়ে খুলনা জেলার প্রায় তিন হাজার চারশো গ্রাহকদের নিকট থেকে প্রায়  ৮১ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন। ২০১৮ সালের নভেম্বর থেকে কোন মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে খুলনার অফিস বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে একাধিকবার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এমন অবস্থায় একাধিকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে গ্রাহকরা তাদের সর্বস্ব হারানোর সংখ্যায় দিশেহারা। এ প্রতিষ্ঠানের এমডি মান্নান তালুকদার দুদকের দায়েরকৃত মানি লন্ডারিং মামলায় বর্তমান জেল হাজতে আছে। এমডি আব্দুল মান্নান তালুকদারের নিকট থেকে খুলনা জেলার নিরীহ জনগণের জমাকৃত ৮১ কোটি টাকা ফেরত পেতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করে হাজার হাজার গ্রাহকের কঠিন বিপদ থেকে উদ্ধার করার আবেদন।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মেহেদী হাসান, মোঃ মিজানুর রহমান গাজী, মাওলানা মফিদুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, সৈয়দ রুস্তম আলী, সফিকুল ইসলাম,আলী আকবর প্রমূখ।

 

এসকেএস

শেয়ার