Top
সর্বশেষ

গাজীপুরে ইসলাম গ্রুপ কর্মকর্তাদের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

০১ ডিসেম্বর, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
গাজীপুরে ইসলাম গ্রুপ কর্মকর্তাদের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিক আহত হয়েছেন। আহতদের কারখানার অভ্যন্তরে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। বিকেলে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে খাবার বিরতির পর থেকে এসব ঘটনা ঘটে। ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শ্রমিকেরা জানায়, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে ৬৪ জন শ্রমিককে চাকুরিচ্যুতি (টার্মিনেশন) করে। ওইসব শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধ করা হয়। শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ তাদেরকে বিজিএমইএ ব্ল্যাকলিস্টে রাখার কারণে অন্য কোনো পোশাক কারখানায় তাদের চাকরী হচ্ছে না। বিজিএমইএ এর ব্ল্যাকলিস্ট থেকে তাদের নাম অপসারনের দাবিতে ছাঁটাইকৃত শ্রমিকরা মধ্যাহ্ন (লাঞ্চ) বিরতির সময় কারখানার প্রদান ফটকে এসে কর্মরত শ্রমিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। এসময় কারখানার কর্মকর্তাদের সাথে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহুর্তের মধ্যে আশেপাশে দোকান পাট বন্ধ হয়ে যায়।

দুই শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়লে বিকেল পৌনে ৪ টার দিকে ছাঁটাইকৃত শ্রমিকরা কারখানার প্রধান ফটকে এসে আবার হামলা চালায়। কারখানার ভিতর থেকে কর্মকর্তারা শ্রমিকদের পাল্টা ধাওয়া দিলে তারা চলে যায়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম আলম বলেন, ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।

এম জি

শেয়ার