Top

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু গ্রেফতার

০২ ডিসেম্বর, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামু গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে কামুকে (৫৩) গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা (দক্ষিণ) শাখার সদস্যরা।

সোমবার (২ ডিসেম্বর) ভোর ৪ টায় জয়দেবপুরের শিরিরচালা এলাকার সাবাহ্ গার্ডেন রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করে।

কামরুল ইসলাম ওরফে কামু টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগর (৪ নম্বর ব্লক) এলাকার তমিজ উদ্দিনের ছেলে। সে টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় হত্যা, অস্ত্র, মাদক এবং বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ২৪ টি মামলা রয়েছে। এছাড়াও আসামীর বিরুদ্ধে টঙ্গী পর্বূ থানায় ৮টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর টঙ্গীতে ফেরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামি কামরুল ইসলাম কামু। টঙ্গীতে ফিরেই তিনি টঙ্গীর উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নিয়ে ই গড়ে তোলেন কামু বাহিনী। এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের নাম ছিল কামু বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা শাখার পরিদর্শক (দক্ষিণ) ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, কামরুল ইসলাম ওরফে কামুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ ২৪টি মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা শাখার উপ-কমিশনার (দক্ষিণ) আকবর আলী মুন্সি বলেন, কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এম জি

শেয়ার