Top

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মৃত্যু

০৪ ডিসেম্বর, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নানী-নাতির মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় ট্রাক চাপায় নাতি শিশু তাকরিম (২) ও নানী সুন্দরী বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুরিয়া পশ্চিম পাড়ায় ওই ঘটনা ঘটে।

সুন্দরী বেগম নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধুকুড়িয়া পশ্চিমপাড়া (ছত্রকোনা) এলাকার মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকরিম রাস্তার পাশে তার নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ে রাস্তা পার হতে গেলে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী পণ্যবাহী একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় নাতিকে বাচাতে গিয়ে নানী সুন্দরী বেগম গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর সকালে সুন্দরী বেগম মারা যান। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ড্রাইভার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে।

এম জি

শেয়ার