আজ ৭ ডিসেম্বর শনিবার গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে দীর্ঘ লড়াইয়ের পর ১৯৭১ সালের এই দিনে বিজয়ের আনন্দে ফেটে পড়ে গাইবান্ধার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
রাজাকার ও পাকিদের গাইবান্ধা শহর থেকে বিতাড়িত করতে কোম্পানী কমান্ডার বীর প্রতীক মাহবুব এলাহী রঞ্জু’র নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসী ঘাট হয়ে গাইবান্ধা শহরের উপকন্ঠে এসে ফলিয়া ব্রিজের একপ্রান্তে অবস্থান নেয়।৫ ডিসেম্বর সকাল থেকে শুরু হয় যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে হানাদাররা পিছু হটতে থাকে।বেশ কিছু রাজাকার ধরা পড়ে।৬ তারিখেও দিনরাত যুদ্ধ হয়।মিত্রবাহিনীর বিমান রেল স্টেশন এলাকায় বোমা বর্ষণ করলে পাকিদের মধ্যে আতংক দেখা দেয়।৭ডিসেম্বর চূড়ান্ত লড়াইয়ের জন্য মুক্তিযোদ্ধারা প্রস্তুতি নিয়ে জানতে পারেন শক্রুরা শহর ছেড়ে পালিয়ে গেছে।এ সময় হাজার হাজার মানুষ ছুটে এসে মুক্তিযোদ্ধাদের কাধে করে তৎকালিন এসডিও মাঠ বর্তমান স্বাধীনতা প্রাঙ্গনে নিয়ে আসে।সেখানে তাদের সংবর্ধনা দেয়া হয়।কমান্ডার রঞ্জু গাইবান্ধাকে হানাদারমুক্ত ঘোষণা করেন।
হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি শহরে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এনজে