Top
সর্বশেষ

সমন্বয়ক আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

১০ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
সমন্বয়ক আরিফ সোহেলের উপর হামলার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
জাবি প্রতিনিধি :

ঢাকা থেকে বান্দরবানে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার ( ৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশ সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শাহরিয়ার।

মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘আরিফ সোহেলের ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘গাড়িবহরে হামলা হয়, প্রশাসন কি করে?’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেলসহ সকল সমন্বয়কদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ানকে হত্যার হুমকিদাতাদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, গতকাল আরিফ সোহেলের ওপর হামলা থেকে শুরু করে আয়ানের ওপর হুমকি একই সূত্রে গাঁথা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সরকারকে বলে দিতে চাই সারা দেশে যে আওয়ামী লীগের দোসররা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সাঁড়াশি অভিযানের মাধ্যমে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, যদি ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ১৪, ১৫, ১৭ জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কামরুল আহসানের অবস্থা সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলমের মতো করতে আমরা একটুও দ্বিধাবোধ করব না। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক আওয়ামী লীগের হয়ে এই গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। অতি দ্রুত দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত গণঅভ্যুত্থানের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত ছাত্রজনতা মাঠে থাকবে, ততদিন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে থাকবে।

জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহিয়া জিসান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতরা যখন হাসপাতালে শুয়ে তাদের দিন পার করছে তখন সরকারের ব্যর্থতায় দেশব্যাপী মাথা চাড়া দিয়ে উঠছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসররা। এত বড় আন্দোলনের পরেও দেশ থেকে বিতাড়িত স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রচার হওয়ার চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের আইনের মুখোমুখি করতে হবে। তাদের আইনের সম্মুখীন করা হচ্ছে না বলেই বারবার ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক ফারহানা বিনতে ফারিনা বলেন, কেন্দ্রীয়ভাবে রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত যেসব সমন্বয়ক রয়েছেন, তাদের ওপর বারবার হামলা হচ্ছে। সেসব হামলা ছিনতাইয়ের নামেই হোক বা অন্য যেকোনোভাবে হোক, আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে ফ্যাসিস্টদের মদদপুষ্টরাই এসব হামলা করছে। সরকার ও প্রশাসনকে মনে রাখতে হবে, তাদের বৈধতা আমাদের এই আন্দোলন ও বিপ্লবের মাধ্যমেই নির্ধারিত। তারা যদি আমাদের বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বা গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে ব্যর্থ হয় তাহলে তাদের পতনও অনিবার্য। যতদিন না আমরা বিচার পাব এবং যতদিন না দেশের জনগণ নিরাপদ বোধ করবে, ততদিন আমরা রাজপথে অবস্থান করব।

এনজে

শেয়ার