Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে ২১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩ ডিসেম্বর, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে ২১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ২১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় শহরের টাউন হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করেন তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম “আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর”।

এছাড়া সংগঠনটির আয়োজনে ১০ম সীরাতুন্নবী (সা:) কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং দিশারী সাহিত্য সাময়িকী লিটলম্যাগ এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটিতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কওমি মাদরাসার নূরানী বিভাগের ২৮ জন, হিফয বিভাগের ৫০জন,  ইবতেদায়াী ৫২জন,  মুতাওয়াসসিতার ৬৩জন, সানাউইয়্যা উলিয়ার ১৬জন,  ফযিলার (মিশকাত) ০৪জন ও দাওরা হাদিসের (মাস্টার্স)০২ জন শিক্ষার্থীসহ মোট ২১৫ কৃতি শিক্ষার্থীকে  পুরস্কার হিসেবে  সনদ, ক্রেস্ট, বই ও স্মারক  প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী( রহ.) সাহেবজাদা মুফতি হোসাইন আহমদ পালনপুরী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামী চিন্তক মাওলানা শরীফ মুহাম্মদ, তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব।

এছাড়া লক্ষ্মীপুর জেলার উলামায়ে কেরামের মধ্যে ছিলেন মাওলানা আবু তাহের, মাওলানা ইদ্রিস টুমচরী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নুরুল আমিন কাসেমী, মাওলানা আ হ ম নোমান সিরাজী, মাওলানা আকতার হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আরাফাত এবং সঞ্চালনা করেন মাও.এ বি এম আমির জিহাদী ও মুফতি মিসবাহ নুরী।

এনজে

শেয়ার