Top

গাইবান্ধার দুর্গম চরে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যাত্রা শুরু

১৩ ডিসেম্বর, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
গাইবান্ধার দুর্গম চরে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যাত্রা শুরু
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার দুর্গম চরাঞ্চালে গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবার জন্য ২৪ ঘন্টা মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাজিয়ার চরে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কারিগরি সহায়তায় এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্পের আওতায় এই সেবা কার্যক্রম চালু করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক, দেওয়ান মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজ্জাম্মেল হক, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়া,সিনিয়র ম্যানেজার হাবিবা খালেদা, ডা.আতিকুর রহমানসহ আরো
অন্যরা।

আলোচনা সভায় বক্তরা বলেন, সম্পদের সীমাবদ্ধতা এবং নদীভাঙ্গনের কারণে এতদিন এ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজ সবার সমন্বিত প্রচেষ্টায় এই সেবা চালু করা সম্ভব হয়েছে। নতুন এই কেন্দ্রটি গর্ভবতী মা, নবজাতক এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। যা এলাকার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। স্বাস্থ্যসেবা চালুর ফলে ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী মৌলিক সেবা পেতে শুরু করল। যা সত্যিই একটি বড় সাফল্য।

এম জি

শেয়ার