বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে পঞ্চম স্থানে ঢাকা। সোমবার সকাল ১০টা ৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) ঢাকার বায়ুর মান ছিল ২৩১। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৫১৯ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ৩৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা শহর। তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, স্কোর ২৪৬। এছাড়াও ২৩৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।
এনজে