Top
সর্বশেষ

হিলিতে কেজিতে ১০-১৫ টাকা কমেছে আলুর দাম

২৩ ডিসেম্বর, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
হিলিতে কেজিতে ১০-১৫ টাকা কমেছে আলুর দাম
নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে বাজারে দেশী নতুন আলুর সরবরাহ বেড়েছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পণ্যটির দাম কমেছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

হিলির প্রতিটি দোকানেই দেশী নতুন রোমানা ও ক্যারেজ জাতের আলুর প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দামও একই হওয়ায় নতুন আলু বেশি কিনছেন ক্রেতারা।

হিলিতে নতুন জাতের রোমানা ও ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। এ সময় পুরনো গুটি ও কাটিনাল জাতের আলুর দাম ছিল কেজিপ্রতি ৫৫ টাকা। এক সপ্তাহ আগেও নতুন ও পুরনো জাতের আলু ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

এনজে

শেয়ার