Top
সর্বশেষ

লক্ষ্মীপুরে যাত্রা শুরু করলো উদয়ন স্কুল এন্ড কলেজ

০৪ জানুয়ারি, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে যাত্রা শুরু করলো উদয়ন স্কুল এন্ড কলেজ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে উদয়ন স্কুল এন্ড কলেজ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কস্থ প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে আলোচনা সভা ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন স্কুল এন্ড কলেজে সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন।

উদয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বণিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল আজিজ, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ মাস্টার হাসানুজ্জামান, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকউল্লাহ, মানবধিকার কমিশন লক্ষ্মীপুরের সভাপতি শামছুল করিম খোকন, সহ সভাপতি মোঃ আকবর হোসেন, পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর হেলাল উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সদস্য আবদুস শহিদ, মোঃ মজিব উল্যাহ, এডভোকেট মোঃ বেলাল হোসেন, কেয়ার এডুকেশনের স্কুলের অধ্যক্ষ আসাদুজ্জামান খান প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে সেরা প্রতিষ্ঠান ও রয়েছে। উদয়ন স্কুল এন্ড কলেজ আজ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে। এখানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন। এই প্রতিষ্ঠান তাদের কাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।

এম জি

শেয়ার