Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

আখাউড়ায় ৩৮শ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

০৮ জানুয়ারি, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
আখাউড়ায় ৩৮শ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮শ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা (৩৫) এবং একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাই স্কুলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার