সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে ২শত শীতার্ত গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বরাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শেখ ফজলুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় গরীব দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোট ২০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান প্রমুখ।
এম জি