Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

কসবায় ২০০ শীতার্তের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

০৯ জানুয়ারি, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
কসবায় ২০০ শীতার্তের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পক্ষ থেকে ২শত শীতার্ত গরীব দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বরাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চন্ডিদার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শেখ ফজলুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় গরীব দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে মোট ২০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন,সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান প্রমুখ।

এম জি

শেয়ার