Top

কুষ্টিয়ায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

১৭ জানুয়ারি, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাইকেল র‌্যালি ‘প্যাডেল ফর জিরো ইমিশন’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে এবং রিনিউ আর্থের সহযোগিতায় জীবাশ্ম জ্বালানি কমানোর লক্ষ্যে এই সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

জেলা প্রশাসক তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই তারুণ্যের প্রত্যেকটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দের।

আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলা। আর সেজন্যই পরিবেশের ভারসাম্য যেন সব সময় বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো মূল্যে পরিবেশ দূষণের হার কমিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কুষ্টিয়া সিভিল সার্জন মো. আকুল উদ্দিন, রিনিউ আর্থের প্রতিষ্ঠাতা মো. প্রত্যয় বিন শাফি প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মো. তানভীর হোসেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরসহ জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালিতে বিভিন্ন স্কুল-কলেজের ৩৫০ জন সাইকেল চালক অংশগ্রহণ করেন। সাইকেল র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সাদ্দাম বাজার, মজমপুরগেট, সিঙ্গার মোড়, বাবর আলী গেট, কাটাইখানা মোড়, সরকারি কলেজ, সদর হাসপাতাল, সাদ্দাম বাজার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এম জি

শেয়ার